জার্মানিতে এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত

জার্মানিতে করোনাভাইরাসের সংক্রমণ আবার উঠতির দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দুই হাজারের বেশি আক্রান্ত দেখেছে ইউরোপের সমৃদ্ধশালী দেশটি, যা চার মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
শনিবার জার্মানির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত একদিনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৩৪ জনের শরীরে। চব্বিশ ঘণ্টার হিসেবে আক্রান্তের দিক থেকে এই সংখ্যা গত এপ্রিলের পর সবচেয়ে বেশি।
চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও সাতজনের। তাতে জার্মানিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬৭ জনে। আর দুই হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২ জন।
সাম্প্রতিক সময়ে জার্মানিতে আক্রান্তের রেখা উঠতির দিকে আছে। আক্রান্তদের বেশির ভাগই বিদেশ থেকে ফেরা পর্যটক। এ ছাড়া টেস্টের সংখ্যা বাড়ানোও শনাক্ত বাড়ার অন্যতম কারণ।
এদিকে ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখ; মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৭ লাখ মানুষ।