
সংবাদদাতা, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বড় ভাই সেজনু মনির হত্যা মামলার রায়ে একমাত্র আসামি ছোট ভাই মোহাম্মদ সুমনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন তার আদালতে এ রায় দেন।
এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অন্য একটি ধারায় আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি। দণ্ডিত আসামি সুমন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের শামছুল হকের ছেলে।
জানা গেছে, ২০১৫ সালের ১৭ আগস্ট ভোর ৬টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের সেজনু মনির (৪০) তার ঘরে বিছানায় ঘুমিয়ে ছিলেন। এ সময় কনিষ্ঠ সহোদর সুমন (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। পরবর্তীতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে মোহাম্মদ সুমনসহ অজ্ঞাত ৮/১০জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই মামলায় মোহাম্মদ সুমনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৮/৩০২ ধারায় অভিযোগ গঠিত হয়। মামলাটির রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ পাঁচ বছর পর আসামি সুমনের উপস্থিতিতেই আদালত উল্লিখিত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপে মামলাটি পরিচালনা করেন সরকারি আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী সাবিনা ইয়াসমিন।