sliderস্থানীয়

জাফলংয়ে পাহাড়ের নিচে পড়েযায় পর্যটকবাহী বাস

সিলেট প্রতিনিধি: জাফলং এ বিজিবি ক্যাম্পের পাশে লাল পাহাড়ের নিচে পড়ে যায় পর্যটকবাহী বাস পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের হাত ভাঙে একজন অজ্ঞানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় সিলেটের গোয়াইনঘাটের জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ।
জাফলংয়ে পর্যটকবাহী বাস পার্কিংয়ের সময় পাহাড় থেকে নিচে পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট ভাতালিয়া এলাকার বড় বাড়ি থেকে একটি মিনিবাস নিয়ে পারিবারিক ভ্রমণের জন্য ২৩ জনের একটি দল জাফলং ঘুরতে যান। ঘুরতে যাওয়া ভ্রমণকারীদের নিয়ে দুপুর সাড়ে ১২টার সময় জাফলং বিজিবি সংলগ্ন এলাকায় পৌঁছলে গাড়িটি পার্কিং করতে গিয়ে ব্রেকফেল করে উঁচু পাহাড় থেকে আনুমানিক ১০ মিটার নিচে যাত্রীসহ লাল পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজনে হাত ভেঙে গেছে, একজন অজ্ঞান হওয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button