জাপান থেকে সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে সরকারি সফর শেষে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পথে রওনা হয়েছেন ।
শুক্রবার (৩১ মে) টোকিও সময় সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টার দিকে) জাপান ছাড়েন তিনি। টোকিওয়ের হানেদা আন্তজার্তিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবে তোশিকো এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা।
সৌদি আরবে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও পবিত্র ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।
আগামী ৩ জুন সেখানে অবস্থানের পর ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
গত ২৮ মে জাপানি সম্প্রচারমাধ্যম নিকেই’র আয়োজনে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ দিনে তিন দেশ সফর শেষে দেশে ফেরার পথে ভারত হয়ে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।