
নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় জানাজার নামাজ পড়তে যাওয়ার পথে নিজেই লাশ হয়েছেন প্রাণ কোম্পানির ডেপুটি ইনচার্জ মোঃ কামাল হোসেন (৪০)। বুধবার বিকেলে মোটর সাইকেলে জানাজায় যাওয়ার পথে নলডাঙ্গার আড়িয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসার বালুর ট্রাকের সাথে ধাক্কা লেগেএই হতাহতের ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন উপজেলার ব্রহ্মপুর গ্রামের মাছ ব্যসসায়ী মোঃ সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় গুরুত্বও আহত মোটর সাইকেল আরোহী একই গ্রামের প্রাণ কোম্পানির কর্মী মোঃ সাজেদুল ইসলামকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।