ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ ।রবিবার (১৬ই ডিসেম্বর) দুপুরে ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝরের নেতৃত্বে ছাত্রপক্ষ’র নেতাকর্মীরা সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধাঞ্জলি শেষে ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, একাত্তর হতে চব্বিশ ছাত্র-জনতা বারংবার লড়াই করেছে বৈষম্যের বিরুদ্ধে। দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন সময় নতুন বাংলাদেশ বিনির্মানের। ছাত্রপক্ষ নতুন প্রজন্মের ছাত্র সংগঠন হিসাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনে থেকে ভূমিকা রেখেছে। আগামীদিনেও জাতির বৃহত্তর স্বার্থে রাজপথে থাকবে ছাত্রপক্ষ। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
কেন্দ্রীয় সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর বলেন,একাত্তরের এত রক্ত ও ত্যাগের বিনিময়ে একটি নতুন মানচিত্র আমরা পেয়েছি ঠিকই,কিন্তু স্বদেশী স্বৈরাচার বার বার আমাদের মানচিত্র খুবলে খেয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের প্রতিশ্রুতি ছিলো সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার।যা স্বাধীনতার ৫৪তম বছর অতিবাহিত হলেও এখনো যা অধরাই রয়ে গেছে।যারাই শাসন করেছেন প্রত্যেকেই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।এই কারণেই ২০২৪ এ এসে আমাদেরকে আবার রক্ত দিয়ে দেশকে পুনরায় স্বাধীন করতে হয়েছে।চব্বিশের বিপ্লবীদের রক্তের সাথে কেউ বেইমানি করার চিন্তা করলে আওয়ামী স্বৈরাচার ও খুনী সরকারের মত পরিণতি বরণ করতে হবে।আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দিতে পারিনা।সমাজে সাম্য,মানবিক মযাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হওয়ার পর্যন্ত আমদের সংগ্রাম অব্যহত থাকবে।
শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব রফিকুল ইসলাম সৌরভ,মিডিয়া সেল প্রধান রাশেদুল ইসলাম,কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মেহেরীন আফরোজ মাইশা,কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আলীফ আব্দুল্লাহ বিন নাসির,কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম,হোসাইন আহমেদ,হৃদয় আহমেদ সানী,আরিফুল ইসলাম মেহেদী,আহমেদ রাফি,খালেদ সাইফুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।