sliderরাজনীতিশিরোনাম

জাতীয় সম্পদ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা

ফুলবাড়ি অভ্যুত্থান বার্ষিকীতে শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

জাতীয় সম্পদ রক্ষায় ঐতিহাসিক ফুলবাড়ি অভ্যুত্থান বার্ষিকীতে আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ফুলবাড়ি অভ্যুত্থানের শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, ঢাকা মহানগর কমিটির সদস্য ওসমানী আলী, নান্টু সরকার প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।

নেতৃবৃন্দ দেশী বিদেশী যাবতীয় অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের তেল- গ্যাস – কয়লাসহ জাতীয় সম্পদ রক্ষায় পুনরায় তাদের অংগিকার ব্যক্ত করেন। তারা বলেন জাতীয় সম্পদ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। তারা জাতীয় সম্পদ রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহবান জানান।
তারা অনতিবিলম্বে ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নেরও আহবান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button