sliderস্থানীয়

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিতর্ক প্রতিযোগিতা

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নানা কর্মসূচিতে সপ্তাহব্যাপি ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি দিবস উপলক্ষ্যে আজ
এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জনের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বির্তক প্রতিযোগিতায় অংশ নেয় ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ও স্কলার্স কলেজ। প্রতিযোগিতার বিষয় ছিল ”উন্নত প্রযুক্তিই পারে কেবলমাত্র সঠিক পুষ্টি নিশ্চিত করতে”। বিতর্ক প্রতিযোগিতায় মহিলা কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স কলেজ। সরকারি মহিলা কলেজ রানার আপ হয়। চমকপ্রদ এই বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয়েছে স্কলার্স কলেজের দলনেতা ইমরান হোসেন। স্কলার্স কলেজ থেকে অংশ নেন এই বিতর্ক প্রতিযোগিতায় ইমরান হোসেন (দলনেতা), সুপ্রিয়া পাল এবং নাসির উদ্দিন এবং সরকারি মহিলা কলেজ থেকে অংশ নেন রাইদা ইসলাম রাফি (দলনেতা), মোছা: সাথী আক্তার ও রাইসা পারভীন।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের প্রভাষক অমিত রায় এবং স্কলার্স কলেজ’র প্রভাষক কৃষিশিক্ষা সোনিয়া সূচনা।
এতে উপস্থিত ছিলেন আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল বাশার মো: সায়েদুজ্জামান, সিভিল সার্জনের এমওসিএস ডা: ইফতেখায়রুল ইসলাম সজিব, জুনিয়র কনসালটেন্ট ডা: শামসুল হুদা, মেডিক্যাল অফিসার ডা: মো: মাহমুদুল
হাসান, মেডিক্যাল অফিসার ডা: মো: লিটন সরকার, মেডিক্যাল অফিসার ডা: তাহমিনা তানজিন তুহিন, পৌর ¯্রানিটানি ইন্সপ্যাক্টর ফারুক হোসেন, সিভিল সার্জনের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার রায় প্রমুখ।
এসময় চিকিৎসক, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button