sliderস্থানীয়

জাতীয় পার্টি কোনো জোটে যাবে না: চুন্নু

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি কোনো জোটে যাবে না। জোট যদি হয় জি. এম. কাদেরের নেতৃত্বে হবে। আমরা কোনো জোটে যাব না। কেও আমাদের জোটে আসলে আপত্বি নেই। এবার জাতীয় পার্টি তিনশত আসনে প্রার্থী দিবে। আগে আওয়ামী লীগ-বিএনপি জাতীয় পার্টিকে স্বৈরাচার সরকার বলতো। এখন আওয়ামী লীগ বিএনপিকে আর বিএনপি আওয়ামী লীগকে স্বৈরাচার বলছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে পরাজিত হয়েছেন কিন্তু আমাদের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ কোনো নির্বাচনে পরাজিত হননি। তিনি জেলে থেকেও নির্বাচিত হয়েছেন। দেশে কোটি কোটি লোক বেকার সেদিকে সরকারের কোনো নজর নেই।
মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মান্নান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। স্থানীয় নেতা অ্যাড. রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, মজিবর রহমান শাহীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান সাঈদ।

Related Articles

Leave a Reply

Back to top button