sliderস্থানীয়

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিংগাইরের মিরু

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ): জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মো.মিজানুর রহমান মিরু। গত ২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মো. মিজানুর রহমান মিরু ছাত্র রাজনীতি থেকে ওঠে আসা জাতীয় পার্টির ত্যাগী নেতা। এর আগে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চররাজনগর (মুন্সিডাঙ্গি) গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

মিজানুর রহমান মিরু বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় ছাত্র সমাজের রাজনীতি শুরু করি। দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার চেষ্টা করি। চেয়ারম্যান স্যার যে বিশ্বাসে দায়িত্ব দিয়েছেন তা যেনো যথাযথ ভাবে পালন করতে পারি। আগামীতে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে আরো সক্রিয় ও সুসংগঠিত করতে কাজ করে যাবেন বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button