sliderস্থানীয়

জাতীয় পরিবেশ পদক প্রাপ্তি এবং সিসিডিএর সদস্য নির্বাচিত হওয়ায় মতিন সৈকতকে সংবর্ধনা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স ১৯৯০ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আদমপুর গ্রামে দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে শিশু ও নারীদের অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করার উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ সুবিধা বঞ্চিত এক পশ্চাদপদ গাঁয়ে সিসিডিএ’র জন্ম। সেই ক্ষুদ্র সংগঠন সিসিডিএ বর্তমানে দেশের প্রথম সারির উন্নয়ন সংস্থা সমূহের মধ্যে অন্যতম। কুমিল্লা চাঁদপুর, ব্রাম্মণবাড়িয়া,মুন্সীগন্জ,হবিগঞ্জ, ও মৌলভীবাজার জেলার ৩৩টি উপজেলার ৬টি অঞ্চলে ভাগ করে ৬৬টি শাখার মাধ্যমে সংস্থা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় অফিসে সিসিডিএ’র বার্ষিক অধিবেশনে বিগত বছরের আয়-ব্যয় উপস্থাপন শেষে দ্বিতীয় পর্বে সংস্থার কার্যনির্বাহ পরিষদ বা ইসি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী
২০২৩-২৪-২৫ তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মতিন সৈকত-কে নির্বাচিত করা হয়।

২২ জানুয়ারি রবিবার দাউদকান্দি উপজেলার আদমপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এসইপি ‘প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন নীতিমালা বিষয়ে স্টাফদের সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে সংস্থার আদমপুর-১ এলাকা কর্মকর্তা মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষি পরিবেশ ও সমাজ সংগঠক এবং সিসিডিএ’র নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মতিন সৈকতকে সংবর্ধনা ও সন্মাননা জানানো হয়। বক্তব্য রাখেন এসইপি প্রকল্প ব্যবস্থাপক মাসুদ আলম, পরিবেশ কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম, ডকুমেন্টেশন কর্মকর্তা নূরুন্নবী রাসেল, ফিশারিজ অফিসার ইমরান শেখ প্রমুখ। এদিকে ২৩ জানুয়ারি সোমবার দাউদকান্দি জুরানপুরস্থ সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া মহোদয় এর সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Related Articles

Back to top button