sliderরাজনীতিশিরোনাম

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলের অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে- এবি পার্টি

পতাকা ডেস্ক: আজ বিকাল ৪টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এবি পার্টির পক্ষ থেকে যোগদান করেন পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।
মিটিং শেষে ব্রিফিং করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত এসেছে তড়িঘড়ি না করে একটি কমিশনের মাধ্যমে সকল দলের সাথে আলোচনা করে একটি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে জাতীর উদ্দেশ্যে জানানো উচিৎ। যেখানে বলা থাকবে জুলাই- আগস্ট আন্দোলনের আকাঙ্খা কি ছিল?
শত শত বছরের লড়াইয়ের ইতিহাস, পলাশী, বৃটিশ বিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র বানানো, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর গণ অভ্যুত্থান, ২৪ এর গণ অভ্যুত্থান এই সকল উপকরণ ঘোষণাপত্রে আসা উচিৎ।
২৪ এর গণ অভ্যুত্থানে ৩মাসের লড়াইয়ে ছাত্রদের যেমন অবদান আছে, গত ১৫বছর রাজনৈতিক দল গুলোর সেক্রিফাইস সম্মানের সাথে তাদের অবদান স্বীকার করতে হবে এবং প্রবাসী ভাই বোনদের অবদান স্বীকার করতে হবে কোন অবদানকে যেন ছোট করে দেখা না হয়।

Related Articles

Leave a Reply

Back to top button