sliderস্থানীয়

জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা ধামরাইর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: দেশের জনপ্রিয় জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে সড়ক দখল মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে মাসব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

১ অক্টোবর মঙ্গলবার বিকেলে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জানা গেছে, আসছে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারাদেশে নিসচা সংগঠনের সকল শাখাগুলো সড়ক দুর্ঘটনা রোধকল্পে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। উক্ত কর্মকান্ডের ধারাবাহিকতায় নিসচা ধামরাই শাখার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানা যায়। এ সকল কর্মসূচির প্রথমদিনে সভাপতি এম.নাহিদ মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রশান্ত বৈদ্য এবং প্রধান আলোচক ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।

কর্মসূচির প্রথম দিনে ঢুলিভিটা বাসস্ট্যান্ডের সড়কে সিএনজি, অটোরিকশা, হ্যালোবাইক, বাস-ট্রাকসহ নানা যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত বিশৃঙ্খলা যানজট লেগেই থাকে। এমতাবস্থায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ব্যবস্থাপনায় সিএনজি ও হ্যালোবাইক এর স্ট্যান্ড আগামী ৭ কর্মদিবসের মধ্যে স্থানান্তর করার উদ্যোগ নেয়া হয়েছে এবং সার্বিকভাবে সহযোগিতা চেয়েছেন নিসচা ধামরাই উপজেলা শাখার প্রতি।

উক্ত কর্মসূচির উদ্বোধনকালে প্রথমে সচেতনতা মুলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন আগত অতিথিরা এবং পরে সড়কে গণপরিবহনে সচেতনতা মূলক স্টিকার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রশান্ত বৈদ্য। তিনি বলেন, নিরাপদ সড়ক চাই এটি সকলের চাওয়া এবং জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে যে সকল উদ্যোগ নিয়েছে ধামরাই শাখা তা খুবই চমৎকার। আজকের এই মহৎ উদ্যোগে আমাকে থাকার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও তিনি বলেন সড়কে বিশৃঙ্খলা রোধকল্পে যা যা করা দরকার উপজেলা প্রশাসন তাই করবে কেউ যদি দখল বানিজ্য করে, চাঁদাবাজী করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবং ঢুলিভিটা বাসস্ট্যান্ড গুরুত্বপূর্ণ থাকায় মানুষের চলাচলের পথটি নিরাপদ রাখতে আমরা ছোট যানবাহনের জন্য স্থান পরিবর্তন করে সড়কে যানজট নিরসনে ব্যবস্থা করব আগামী ৭ দিনের মধ্যে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন,সড়ক খুব ঝুঁকিপুর্ণ জায়গা তাই সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। সড়কে শৃঙ্খলা আনায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা থানা পুলিশ অবশ্যই পাশে থেকে কাজ করব। এ সময় ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, সড়ক দুর্ঘটনায় আমরা এগিয়ে আসি উদ্ধার করতে। পাশে থাকে পুলিশ ও নিসচা’র সদস্যরা। কিন্তু আমাদের কাম্য হচ্ছে দুর্ঘটনা রোধ হউক আর যেনো কোনো প্রান না হারায় এতে শুধু ব্যক্তি নয় পরিবার ধ্বংস হয় তাই আসুন সড়ক দুর্ঘটনা রোধকল্পে আমরা সবাই মিলে এক সাথে কাজ করি।

উদ্বোধনী এই কর্মসূচির বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের সুপরিচিত একজন ব্যক্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব এর নির্দেশনায় সারাদেশেই এক যোগে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে। তার ধারাবাহিকতায় নিসচা ধামরাই শাখার মাসব্যাপী কর্মসূচি রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে, সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা,লিফলেট বিতরণ, গণপরিবহনে স্টিকার লাগানো, স্কুল, কলেজে সচেতনতামূলক কর্মসূচি, দুর্ঘটনা রোধকল্পে মসজিদের ইমামদের করণীয়, থ্রী হুইলার চালকদের ট্রেনিং, দুর্ঘটনা রোধকল্পে নাটিকা প্রদর্শনী, পুলিশ ও প্রশাসনের করণীয়, সামাজিক সংগঠন এর করনীয় সহ বিভিন্ন সভা সেমিনার রয়েছে। তবে আমাদের মূল উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা রোধকল্পে সকল কর্মকান্ড বাস্তবায়নে রুপ দেয়া।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ,পরিবহন মালিক, শ্রমিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button