sliderশিক্ষাশিরোনাম

জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার কাউন্সিল অনুষ্ঠিত

“বেকার তৈরির শিক্ষাকাঠামো পরিবর্তন করে সর্বজনীন ও গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন গড়ে তুলুন।”

৩ অক্টোবর ২০২৩, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার ১৭তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে কাউন্সিল উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়। শাখার সভাপতি উসমান গনির সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি তৌফিক হাসান পাপ্পু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী আশিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক নেতা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার আহবায়ক শুভ আজাদ শান্ত, শাবি শাখার সহ-সভাপতি ওয়াসিম মাহমুদ শামস, এবং বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক তুখোড় আরেং প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করে ছাত্র আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি শিক্ষাকে বাণিজ্যিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে শাবিপ্রবিতে ভর্তি ফি বছরের ব্যবধানে দ্বিগুণ করা এবং অযৌক্তিকভাবে ক্রেডিট ফি, সেমিস্টার ফি বৃদ্ধি করা, এবং শাবিতে বিভিন্ন খাত-উপখাত সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত ফি আদায়ের কথা উল্লেখ করে দেশব্যাপী উচ্চশিক্ষার বানিজ্যিকীকরনের কথা বলেন। ইউজিসির ২০ বছর মেয়াদি কৌশলপত্র ও বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন শিক্ষা ব্যবস্থার ঘনঘন পরিবর্তনের কথা উল্লেখ করে সাম্রাজ্যবাদের দালাল সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র সমাজকে সচেতন করে ঐক্যবদ্ধ আন্দোলন অগ্রসর করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদ ও দালালদের স্বার্থরক্ষাকারী নয়াঔপনিবেশিক বাংলাদেশে কখনই গণতন্ত্র ছিল না। দেশ পরিচালিত হয় সাম্রাজ্যবাদীদের নীতি-নির্দেশে। নির্বাচনের ফলাফলও নির্ধারিত হয় তাদের পরিকল্পনায়। এবারের নির্বাচনের বিষয়টি উলঙ্গভাবে সামনে আসছে। যে কারণে ক্ষমতাসীন আওয়ামী সরকারের ক্ষমতার উৎসের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে সাম্রাজ্যবাদী দেশ, তাদের সংস্থাসমূহ। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের যে গালভরা বুলি আওড়াচ্ছে তা মূলত সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজির সর্বোচ্চ মুনাফার লক্ষ্যে অবকাঠামো নির্মাণে বিনিয়োগ আর সর্বোচ্চ লুটপাট ও অর্থ পাচারের মাধ্যম। অন্যদিকে সাম্রাজ্যবাদী যুদ্ধ পরিকল্পনায় দেশকে সম্পৃক্ত করতে গোপন ও প্রকাশ্যে নানা চুক্তি করে ক্ষমতা নিরঙ্কুশ করতে চায় ক্ষমতাসীন সরকার। দেশে চলমান সাম্রাজ্যবাদীদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের নগ্ন বহিঃপ্রকাশ ঘটছে বাংলাদেশের রাজনীতিতে। ক্ষমতা বহির্ভূত অন্যান্য দালাল রাজনৈতিক দলগুলো প্রভুদের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থকে আড়াল করে নিছক ক্ষমতার প্রশ্নে নানামুখী তৎপরতা চালাচ্ছে। দেশের বর্তমান অবস্থায় প্রয়োজন সাম্রাজ্যবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য এবং স্বৈরাচার ও স্বৈরতন্ত্র উচ্ছেদে শ্রমিক-কৃষক-জনগণের সমস্যা-সংকট নিয়ে লাগাতার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হওয়া। শিক্ষার বানিজ্যিকীকরনকে প্রতিহত করে শাবিপ্রবিতে গবেষণা বাজেট বৃদ্ধি করা, হল বাসের সংকট নিরসন করা, ছাত্রদের অধিকার আদায়ের ও ছাত্ররাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু শাকসু চালু করা এবং আবাসিক হল গুলোতে খাবারের মানোন্নয়ন করার জন্য লড়াই সংগ্রাম চালু করার আহবান করেন। বক্তারা সাম্রাজ্যবাদ ও তার দালালদের লক্ষ্য বাস্তবায়নে প্রতিক্রিয়াশীল শিক্ষানীতির মাধ্যমে শ্রেণি শোষণ ও বৈষম্য অব্যাহত রাখার প্রচেষ্টার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।

সম্মেলনে ওয়াসিম মাহমুদ শামস কে সভাপতি, তুখোড় আরেং কে সাধারণ সম্পাদক ও সালমান শাহ কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শাবিপ্রবি শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌফিক হাসান পাপ্পু।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button