sliderপ্রবাস

জাতিসংঘের সামনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এই প্রথম জাতিসংঘের সামনে একুশের প্রথম প্রহরের সঙ্গে মিলিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ভাষাপ্রেমীরা ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাস্কর্যে’ ফুলেল শ্রদ্ধা নিবেদন করলেন। এ সময় তারা একুশের চেতনা সমুন্নত রাখার পাশাপাশি প্রবাস-প্রজন্মে সে চেতনার বিকাশ ঘটানোর চলমান কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
নিউ ইয়র্কের স্থানীয় সময় ভর-দুপুরে বিভিন্ন বয়স, ভাষা ও বর্ণের মানুষের উপস্থিতিতে বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদের শ্রদ্ধা প্রদর্শনের এ ঘটনা দেখে অনেক ভিনদেশী পথচারী আশপাশে জড়ো হন।
নিউ ইয়র্কের স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১টা ০১ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১২টা ০১ মিনিটে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ সঙ্গীতের মধ্য দিয়ে একে একে সবাই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, লং আইল্যান্ড সিটি, জ্যামাইকা, ব্রঙ্কস এবং ব্রুকলিনের বিভিন্ন স্থানেও শহীদ মিনার করে তাতে প্রবাসীরা শ্রদ্ধা জানান আগের মতই রাত ১২টা ০১ মিনিটে।
জাতিসংঘের সামনে ভাষা শহীদ


জাতিসংঘের সামনে আগের ২৪ বছরের মতো এবারো সর্বকনিষ্ঠ শিশু শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে এবং শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স বিষয়ক পরামর্শক কমিশনের সদস্য নীনা আহমদসহ ইউনেস্কো, ইউএনডিপি, নিউ ইয়র্ক সিটি ও অঙ্গরাজ্যের প্রতিনিধি, নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান এবং বেশ কটি দেশের কূটনীতিকরাও সেখানে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানাতে সেখানে অনেক আগে থেকেই জড়ো হয়েছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
এদিকে অমর একুশ পালনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপিএস) সোমবার সকাল ১০টা থেকে জ্যাকসন হাইটস পোস্ট অফিসে (৭৮-০২, ৩৭ এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২) ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক সিলমোহর’ উন্মোচন করা হবে। এটি মার্চের ২২ তারিখ পর্যন্ত চালু থাকবে।
এছাড়া আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে পাবলিক স্কুল- ৬৯ এর মিলনায়তনে হবে একুশের গ্রন্থমেলা। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিত থাকার কথা রয়েছে। সুত্রঃ নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Back to top button