slider

জাতিগত ও গোত্রীয় বৈষম্য ভুলে আসুন একসাথে কাজ করি

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “আসুন সবাই কাজ করি,বর্ণবৈষম্য বিলোপ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেসরকারি গবেষনামুলক প্রতিষ্ঠান বারসিকের সহযোগীতায় মানিকগঞ্জ সিংগাইর পৌরসভাধীন বিনোদপুর ঋষিপাড়ায় নারী-পুরুষ,শিশু-কিশোরদের অংশগ্রহনে বিকাল ৩.০০-৫.৩০ঘটিকা পর্যন্ত আন্তর্জাতিক জাতিগত বর্ণবৈষম্য বিলোপ দিবসে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে গ্রামীণ খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিনোদপুর ঋষিপাড়া গ্রামের নারী নেত্রী ঝর্ণা রানী দাস এর সভাপতিত্বে ও বারসিকের প্রকল্প সহায়ক রিনা আক্তারের সঞ্চালনায় ধারনাপত্র পাঠ করেন কিশোরী প্রিয়াংকা ঘোষ, আরো উপস্থিত ছিলেন প্রবীন ব্যক্তি সুবল চন্দ্র দাস, কৃষক দুলাল চন্দ্র দাস, সুবর্ণা রানী দাস, বারসিকের প্রোগ্রাম অফিসার মো: নজরুল ইসলাম, প্রকল্প সহায়ক আছিয়া আক্তার, নুপুর দাস, পুষ্পিতা দাস প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা মানুষে মানুষে ভেদাভেদের কথা উল্লেখ করেন,এই বৈষম্য অর্থনৈতিক,সামাজিক, শিক্ষাসহ নানান ক্ষেত্রে আছে দলিত জনগোষ্ঠীর পেশাভিত্তিক আয়,বসবাসের আশ্রয়স্থল,কৃষিজমিসহ সর্বদাই বৈষম্য রয়েছে। এছাড়াও সামাজিক মর্যাদা ও সুযোগ-সুবিধা লাভের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছ্। নারী নেত্রী ঝর্ণা রানী দাস বলেন“ আমরা সকলেই এক সৃষ্টিকর্তার সৃষ্টি ,তাতে ভেদাভেদ কিসের, সবার রক্তের রং লাল, বর্ণবাদের মূলে রযেছে একে অপরের প্রতি ঘৃণা ও অবিশ্বাস আমাদের দৃষ্টিভঙ্গি,মানসিকতা পরিবর্তন করতে হবে মনে রাখতে হবে সবার উপর মানুষ সত্য,তাহার উপর নাই।
আলোচনা শেষে গ্রামীণ খেলাধুলায় বিজয়ী ও অংশগ্রহনকারি নারী, শিশু- কিশোরদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। উঠান পর্যায়ে এমন খেলাধুলায় ছেলে বুড়ো সকলেই বেশ আনন্দ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button