
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী নই, আমরা ক্ষতিপূরণ চাই” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার আন্ধারমানিকে বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক আদর্শ মডেল উচ্চ বিদ্যালয় ও বেসরকারি সংগঠন বারসিক এর যৌথ আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত জলবায়ু পরিবর্তনে বিরুদ্ধে স্কুল ধর্মঘট ও বক্তৃতামাল অনুষ্ঠিত হয়।
বক্তৃতামালায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইসহাক আলীর সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা সত্ত রঞ্জণ সাহার সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মকর্তা মো.মুক্তার হোসেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ক বক্তৃতামালা করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম। সমাপনী পর্বে আলোচনায় আরও অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার সরকার, আলমাছ আলী,দিলিপ কুমার,হামিদা আক্তার প্রমুখ।
বক্তৃতামালায় শিক্ষার্থীরা ধনী দেশের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি করে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত রাখে। শিক্ষকরা বলেন আমরা জেলার দুর্যোগ আক্রান্ত উপজেলার বাসিন্দা। আমরা ধনী দেশের কাছে কার্বন নিঃসরণ হ্রাসের দাবিসহ জলবায়ু ন্যায্যতার জন্য আমাদের জলবায়ু তহবিলকে শক্তিশালী করার জোর দাবি জানাই।