জর্ডানে মুসলিম ব্রাদারহুডের দুর্দান্ত জয়

জর্ডানের সাধারণ নির্বাচনে মুসলিম ব্রাদারহুড দুর্দান্ত সাফল্য পেয়েছে। যদিও নানা হিসাবের কারণে তাদের আসনসংখ্যা মাত্র ১৫টি, কিন্তু সার্বিক বিবেচনায় তা বিরাট অর্জন মনে করেছেন বিশ্লেষকেরা।
নির্বাচনে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত প্রার্থীরা ভোট পেয়েছে ২৪ ভাগ। তবে জটিল হিসাবের কারণে তারা আসন পেয়েছে মাত্র ১২ ভাগ। ১৩০ আসনবিশিষ্ট জর্ডান পার্লামেন্টে তারা পেয়েছে ১৫টি।
বাকিরা রাজপরিবারের সমর্থিত ব্যবসায়ী ও গোত্রপতি।
ব্রাদারহুডের নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা আলী আবু আল-শুক্কর বলেন, যে আইনে বুধবার এই নির্বাচন হয়েছে, তা পক্ষপাতদুষ্ট। এ ধরনের আইনের নজির বিশ্বে আর কোথাও নেই। তারপরও তিনি তাদের ১৫টি আসনে জয়কে বিরাট সাফল্য বলে জানান।
৮ বছরের মধ্যে এই প্রথম ব্রাদারহুড নির্বাচনে অংশ নিল। তারা ২৩টি আসনে প্রাথী দিয়েছিল। ভোটার উপস্থিতি ছিল ৩৭.১ ভাগ। এই নির্বাচনে বামপন্থী বা জাতীয়তাবাদীদের কেউ নির্বাচিত হতে পারেননি।
মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চললেও গ্রুপটি যে এখনো মধ্যপ্রাচ্যে ব্যাপক জনপ্রিয়, এই নির্বাচনে তা আবারো প্রমাণিত হলো।
সূত্র : মিডলইস্ট আই