
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ৭ বছরের এক শিশু কণ্যাকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম (৬৫) হলো উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, গত ১ জুন শুক্রবার বিকাল ৫ টা ১৫ মিনিটে মেয়েটি রাস্তা দিয়ে যাওয়ার সময় দাদু বলে ডাক দিয়ে বাড়ীর শয়ন ঘরে নিয়ে টেলিভিশনের শব্দ জোরে দিয়ে তার শয়ন ঘরের খাটের উপর শোয়াইয়া পড়নের পায়জামা খুলে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এক পর্যায়ে মেয়েটি কৌশলে সেখান থেকে দৌড়ে বাড়ীতে ফিরে তার মাকে ঘটনার বিস্তারিত জানায়।
পরে মেয়েটি পিতা রাতে বাদি হয়ে কালাই থানায় মামলা করলে ঐ রাতেই নুরুল ইসলামকে তার বাড়ী থেকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জয়পরহাট কালাই থানার অফিসার ইনচার্জ, এস এম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।