sliderস্থানীয়

জমে উঠেছে কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কটিয়াদি পাকুন্দিয়া সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এ আসনে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি ও বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, অপরদিকে ঈগল পাখি মার্কা স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সোহরাব উদ্দিন। তারা সবাই তাদের সমর্থকদের নিয়ে নেমে পড়েছেন তাদের নির্বাচনী প্রচারণায়। এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাহার আকন্দ বলেন, জনগণ নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দিতে চায় না যার ফলে আমি শতভাগ আশাবাদী যে, আমিই জয়ী হব ইনশাল্লাহ। অপরদিকে ঈগল মার্কা স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন এলাকার যথেষ্ট উন্নতি করেছেন যার ফলে জনগণ এবার তাকে ঈগল পাখি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তাছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন মাঠে থেকেও নির্বাচনী প্রচারণা তেমনভাবে চালাচ্ছেন না। অপরদিকেগণফ্রন্টের মীর আবু তৈয়ব মোঃ রেজাউল করিম, এনপিপি প্রার্থী আলেয়া ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের বিল্লাল হোসেন নির্বাচনে দাঁড়ালেও এখনো পর্যন্ত নির্বাচনী প্রচারণায় তাদের মাঠে দেখা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Back to top button