sliderরাজনীতি

জনসভার প্রস্তুতি বিএনপির

কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল ঢাকায় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ঢাকাসহ বিভাগীয় শহরে জনসভা করার কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা করার অনুমতি চেয়েছে দলটি। গতকাল সন্ধ্যা পর্যন্ত সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। তবে দলীয়ভাবে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেয়া হচ্ছে।
জনসভায় মানুষের ঢল নামবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এখন পর্যন্ত পুলিশের অনুমতি পাওয়া যায়নি। আরো এক দিন সময় আছে। এ সময়ের মধ্যে অনুমতি হয়তো পাওয়া যাবে। জনসভা করতে বিএনপির সব প্রস্তুতি রয়েছে। জনসভায় মানুষের ঢল নামবে।
দলের চেয়ারপারসনের মুক্তি দাবিতে ঢাকাসহ বিভাগীয় শহরে জনসভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। এর প্রথমটি খুলনায় গতকাল অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ঢাকায় দ্বিতীয়টি, তৃতীয়টি ১৫ মার্চ চট্টগ্রামে এবং চতুর্থটি ৩১ মার্চ রাজশাহীতে হবে। অন্য বিভাগীয় শহরগুলোতেও জনসভা করবে বিএনপি।  

Related Articles

Leave a Reply

Back to top button