sliderস্থানীয়

জনপ্রতিনিধিদের নিয়ে ধামরাইয়ে ঈদ পূণর্মিলনী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই পৌরসভার মেয়র, কাউন্সিলর ও উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়ে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ধামরাইয়ের মহিশাষী মোহাম্মদীয়া গার্ডেনে বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজ সেবক ও ঢাকা জেলা পরিষদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মাসুদের সার্বিক আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব, ধামরাই পৌর মেয়র গোলাম কবির, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান, নান্নার ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান প্রমূখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্রাজিল কনাম আর্জেন্টিনা প্রীতিফুটবল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজ সেবক ও ঢাকা জেলা পরিষদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মাসুদ বলেন, এলাকার জনপ্রতিনিধি ও সমাজসেকদের নিয়ে আমার ক্ষুদ্র এ ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। আমি ধামরাইয়ের উন্নয়নের জন্য আপনাদের পাশে থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button