sliderস্থানীয়

জনগনকে নিয়েই বিএনপির ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করা হবেঃ এমপি বকুল

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলছেন, দেশের মানুষ শান্তি চায়। কিন্ত বিএনপি চায়না দেশের মানুষ শান্তিতে থাকুক। প্রতিনিয়ত বিএনপি দেশের শান্তি বিনষ্ট করছে। দেশের বিরুদ্ধে বিদেশীদের কাছে নালিশ করছে। দেশের মানুষ আওয়ামীলীগের পক্ষে আছে। তারাই আওয়ামীলীগের শক্তি। সকল ষড়যন্ত্র অতিক্রম করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। এই অগ্রযাত্রা বিএনপি কখনো মেনে নিতে পারেনি বলেই গণতান্ত্রিক সরকারকে বারবার উৎখাত করতে চায়। জনগনকে নিয়েই বিএনপির ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করা হবে।

আজ বৃহষ্পতিবার (১২ অক্টোবর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর সুবিধাভোগীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিরুল ইসলামের সভপাতিত্বে সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুলই সলাম গোকুল,উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, খালেকুজ্জামান শেখসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button