তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধের বিচার, ’৭৫-এ বঙ্গবন্ধু হত্যার বিচার, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার, আগুন সন্ত্রাস ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার বিচার, দুর্নীতির মামলার বিচার, গুপ্ত হত্যা-উগ্রবাদ-জঙ্গীবাদ মোকাবেলার প্রশ্নে জাসদ ও আওয়ামী লীগসহ ১৪দল ঐক্যবদ্ধ।
জাসদ ও আওয়ামী লীগের মধ্যে অতীত নিয়ে বিতর্কে খালেদা জিয়ার খুশি হবার কিছু নেই, নাক গলিয়েও কোন লাভ নেই উল্লেখ করে ইনু বলেন, খালেদা জিয়া জাসদের বিরুদ্ধে বিষোদাগর করার যতই চেষ্টা করুক না, উনার এবং বিএনপি-জামাতের অপকর্ম-অপরাধ কোনভাবেই আড়াল হবে না।
জঙ্গী মুক্ত, রাজাকার-যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়তে জাসদসহ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি বলিষ্ঠ ঐক্য বহাল থাকবে।
হাসানুল হক ইনু শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মেলনোত্তর প্রথম সাধারণ সভার শুরুতেই সূচনা বক্তব্যে এ কথা বলেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত, এড. শাহ জিকরুল আহমেদ, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাদের চৌধুরী প্রমুখ।
খালেদা জিয়ার হত্যা, খুন, দুর্নীতি সকল অপকর্মের প্রসঙ্গে জাসদ-আওয়ামীলীগসহ ১৪দল এক চুলও ছাড় দিবে না, সব কিছুর বিচার হবে উল্লেখ করে ইনু বলেন, জাসদ সুশাসন ও বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বৈষম্য-দুর্নীতি-দলবাজী অবসানের সংগ্রাম অব্যাহত রাখবে।
সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির আলোকে দলের রাজনৈতিক-সাংগঠনিক করনীয় বিষয়ে খসড়া প্রস্তাব উত্থাপন করেন। এ রিপোর্টে উগ্রবাদ-জঙ্গীবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ সংগ্রামের পাশাপাশি দুর্নীতি-বৈষম্যের বিষয়ে দলীয় ভূমিকা আরও জোরদার করা, জেলা-উপজেলাসহ তৃণমূলে দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করার পরিকল্পনা পেশ করেন।