sliderস্থানীয়

জগন্নাথপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জ সংবাদদাতা : জগন্নাথপুরে আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন অবস্থিত স্বনামধন্য আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয় এর হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোছাঃ জ্যোৎস্না বেগম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুস শহীদ, অভিভাবক ও সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, অভিভাবক ও কৃতি ফুটবলার দিলোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ঝুমা বেগম, রহিমা বেগম, হাজেরা বেগম ও শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।

Related Articles

Back to top button