sliderস্থানীয়

জগন্নাথপুরে ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার নবীনগর শ্রীরামসি গ্রামের ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষন মামলার অভিযুক্ত জয়নুল ইসলাম কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

১০ সেপ্টেম্বর (রবিবার) জগন্নাথপুর এলাকা বাসীর উদ্যেগে পৌর চত্তরের সামনে মানববন্ধনে মদীনাতুল উলুম শ্রীরামসি মাদ্রাসার শিক্ষক মাওলানা ফুজায়েল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলালীগ সভাপতি নারী নেত্রী সানজিদা নাসরিন দিনা ডায়না,মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ওলীউর রহমান,মাওলানা ছিদ্দিকুর রহমান, জগন্নাথপুর পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি সালিক আহমেদ, নারীপক্ষ,দূর্বার নেটওয়ার্কের সভাপতি জাকিয়া সুলতানা, মানবাধিকার কর্মী সানি বখত্,অনিক আহমেদ, ফয়সাল আহমেদ,ধর্ষন মামলার বাদী রিনা বেগমসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

মানববন্ধনে বক্তারা ধর্ষণ মামলার অভিযুক্ত জয়নুলকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান।

জগন্নাথপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুভাশীষ ধর এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, ধর্ষণ মামলার অভিযুক্ত জয়নুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তকারী কর্মকর্তা অভিযান অব্যাহত রেখেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button