sliderআন্দোলনশিরোনাম

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ বাবলু মারা গেছেন

পতাকা ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ বাবলু মৃধা মারা গেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

বাবলুর ভাই মো. রুবেল জানান, বাবলুর বড় ছেলে আবু তালেব দনিয়া কলেজের ১ম বর্ষের ছাত্র। আন্দোলনের সময় প্রথম থেকেই সে মিছিলে ছিল। ১৯ জুলাই রাতে আবু তালবকে খুঁজতে বের হন বাবলু। তখন যাত্রাবাড়ী লাকি কমিউনিটি সেন্টার এলাকায় পিঠে গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক মাস চিকিৎসার পর তাকে বিজিবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ২২ আগস্ট নেওয়া হয় সিএমএইচ হাসপাতালে। সেখানেই সোমবার মারা যান তিনি।

ময়নাতদন্তের জন্য বাবলুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন। পটুয়াখালীর দশমিনার বাবলু মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন রাজধানীর শনির আখড়ায়।

Related Articles

Leave a Reply

Back to top button