sliderস্থানীয়

ছাত্র আন্দোলনে নিহত রফিকুল ইসলামের পরিবারের দায়িত্ব নিলেন বিএনপির নেতা

শিবালয় প্রতিনিধি: ৫২’র ভাষাআন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন মানিকগঞ্জের রফিক উদ্দিন আহমদ। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনেও জীবন দিয়েছেন মানিকগঞ্জের আরেক রফিক। এটা আমাদের জন্য কষ্টের হলেও গৌরবের।

রোববার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলা রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রফিকুল ইসলামের স্মরণসভায় একথা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। তিনি নিহত কৃষক রফিকুল ইসলামের পরিবারের হাতে নগদ এক লাখ টাকা দেন এবং শহীদ রফিকের ১৩ মাস বয়সী সন্তান রাইসার লেখাপড়ার দায়িত্ব গ্রহণের প্রতিশ্রুতি দেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ আগস্ট) দুপুরে বিক্ষুব্ধ ছাত্র–জনতা শিবালয় উপজেলায় পাটুরিয়া ঘাট এলাকায় নৌ পুলিশ ফাঁড়িতে হামলার চেষ্টা করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নৌ পুলিশ গুলি ছোড়ে। এতে রফিকুল গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ওই দিন বিকেলে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল উপজেলার রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করে বাড়িতে থাকতেন। তিনি কৃষিকাজ করতেন। রফিকুলের স্ত্রী শ্রাবণী আক্তার ও ১৩ মাসের একমাত্র সন্তান রাইসা আক্তার রয়েছে।

এরআগে নিহত রফিকুলের পরিবারের খোঁজখবর নিতে রূপসা গ্রামে যান আফরোজা খানসহ বিএনপির নেতা-কর্মীরা। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন।

দুপুরে তিনি হরিরামপুর উপজেলা সদরে ঝিটকা বাজার এবং ঘিওর উপজেলার বাঠইমুড়ি এলাকায় শান্তি সমাবেশ করেন। তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিরাপত্তা দিতে নির্দেশনা দেন তিনি।

এসব সমাবেশে আফরোজা খান বলেন, দলের কেউ চাঁদাবাজি, হামলা ও ভাঙচুর করলে দল থেকে তাঁকে বহিস্কারের হুঁশিয়ার দেন। আর অন্য কেউ করলে তাঁকে প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন।

এসব কর্মসূচীতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া ফরিদ, যুগ্ম সম্পাদক সত্যেনকান্ত পন্ডিত ভজন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button