sliderরাজনীতি

ছাত্রলীগের কমিটিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের লাবণী

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে সোমবার। কেন্দ্রীয় ওই কমিটিতে পদ পাওয়া না পাওয়া নিয়ে উত্তেজনা মধ্যেও রয়েছে চমক।
কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নিয়ে আলোচিত হওয়া আফরিন লাবণী।
কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার খবর নিশ্চিত করে আফরিন লাবণী জানিয়েছেন, এর মধ্য দিয়ে বড় স্বপ্নপূরণ হলো তার। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন লাবণী। তিনি জবি থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করে বর্তমানে এমবিএতে অধ্যয়নরত।
প্রসঙ্গত, সর্বশেষ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লাবণী। ওই সময় বেশ আলোচিত হন তিনি।
লাবণী নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যেটার মাধ্যমে দেশের জন্য কাজ করা যায়। আমি নিজেকে সেবায় নিয়োজিত রাখতে চাই।’

Related Articles

Leave a Reply

Back to top button