
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি মোঃ সেলিম ইসলামের কারামুক্তিতে হোমনায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মী ও ভক্ত শুভাকাঙ্খীরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে পল্টন থানা পুলিশ কর্তৃক আটক হয়ে প্রায় একমাস কারাভোগের পর সোমবার তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। বিকেলে হোমনার পঞ্চবটী থেকে মোটর শোভাযাত্রা সহকারে নেতা কর্মীরা তাঁকে পৌর সভার হোমনা পূর্ব পাড়া বাসভবনে নিয়ে আসেন। এসময় ৩নং ওয়ার্ড কমিশনার শফিকুল ইসলাম সবু সহ অন্যান্য নেতাকর্মীরা সেলিম ইসলামকে ব্যাপক ভাবে মাল্যভুষিত করেন। হোমনা পৌরসভার ৩নং ওয়ার্ড কমিশনার শফিকুল ইসলাম সবু বলেন, মিথ্যা মামলা দায়ের এবং এসবের সাথে যেসব খারাপ লোক জড়িত তাদের বিচার এই জমিনে এবং আখেরাতে হবে এতে কোনো সন্দেহ নেই। সেলিম ইসলামের কারামুক্তির জন্য তিনি আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।