sliderস্থানীয়

ছাতকে নারী মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক থানার পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ফাতেমা বেগম শিল্পী (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফাতেমা বেগম শিল্পী ছাতক থানা পৌরসভাধীন পশ্চিম নোয়ারাই গ্রামের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি টিম ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন ছাতক থানার এসআই সিকান্দর আলী। তার সাথে এএসআই বিশ্বজিৎ চন্দ্র ঘোষ এবং থানার নারী সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে ফাতেমা বেগমের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button