sliderরাজনীতি

চ্যালেঞ্জ করছি, রানা প্লাজার মতো দুর্ঘটনা আর ঘটবে না’

চ্যালেঞ্জ করছি, আগামীতে রানা প্লাজার মতো বড় দুর্ঘটনা আর ঘটবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চন্নু।
মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীর দিলকুশায় হোটেল পূর্বাণীতে ‘কারখানার সংস্কারকাজ সমন্বয়’বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রানা প্লাজা ধ্বসের পর থেকে দেশের তৈরি পোশাক খাতে বিরূপ প্রভাব পড়েছে। তবে বর্তমানে পোশাক খাতের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলেছি আগামীতে দেশে তৈরি পোশাক খাতে রানা প্লাজার মত আর বড় কোন দুর্ঘটনা ঘটবে না। সে জন্য পোশাক খাতের দিকে সরকারের পক্ষ থেকে বিশেষ নজর দেয়া হয়েছে।
অ্যাকর্ড ও অ্যালায়েন্সের অনুপস্থিতিতে রানা প্লাজার মতো দুর্ঘটনা হতে পারে- বিদেশিদের এমন আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কারখানার সংস্কারকাজের অনেক অগ্রগতি হয়েছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্স, তারা নিজেরাই বলেছে, আমাদের ৯৬ থেকে ৯৯ শতাংশ কারখানার সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। গত পাঁচ বছরে রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটেনি।’
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের ৭৫৫ কারখানা এখন পর্যন্ত তাদের সংস্কারের কাজ সম্পন্ন করতে পারেনি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করতে না পারলে কারখানাগুলো বন্ধ করে দেয়া হবে। পূর্বপশ্চিম।

Related Articles

Leave a Reply

Back to top button