মনোয়ার ইমাম,কলকাতা প্রতিনিধি: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের সাবেক জেলা পরিষদের সদস্য এবং দুইবারের পঞ্চায়েত সমিতির করমধক্ষ্য এবং তৃনমূল দলের অন্যতম নেতা সেলিম খানের স্বরণ সভা অনুষ্ঠিত হল উস্তি ব্লক উন্নয়ন বোর্ড সেমিনার হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কালেক্টর অথাৎ বি ডি ও আশিফ ইকবাল সেখ ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচীর গায়েন এবং তৃনমূল দলের অন্যতম নেতা এবং উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর গণস্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের করমধক্ষ্য মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত ও গনপরিবহন দপ্তরের করমধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর খাদ্য র করমধক্ষ্য মারূফ লস্কর ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর করমধক্ষ্য রহমাতুল্লাহ লস্কর ও আনজুয়ারা খাতুন ও জেলা পরিষদের সদস্য তন্দ্রা পুরকায়স্থ এবং পঞ্চায়েত সমিতি র করমধক্ষ্য সিরাজুল লস্কর ও পঞ্চায়েত সমিতি র সদস্য মিরা মন্ডল ও রিনা ঘোরামী এবং কুনা পুরকায়স্থ সহ অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব উপস্তিত ছিলেন। প্রতেকেই সেলিম খানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তার স্মৃতি র কথা বলতে গিয়ে বহু বক্তৃতা র চোখে জল দেখা যায়।।