চেয়ারম্যান প্রার্থী শাহজাহান সিরাজ টেবিল ফ্যান মার্কায় ভোট চেয়েছেন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : মোঃ শাহজাহান সিরাজ চেয়ারম্যান প্রার্থী- নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনা উপজেলার ২ নং বাতাঘাসী ইউনিয়ন, প্রতীক টেবিল ফ্যান। ৫ জানুয়ারি ভোট হবে ইভিএম পদ্ধতিতে, তাই মোটামুটি টেনশন মুক্ত পরিবেশে প্রচারণা চালাচ্ছেন তিনি। গত ২১ ডিসেম্বর মঙ্গলবার কথা হলো তাঁর বাসভবন প্রাঙ্গণে, প্রায় দুই যুগের অধিক সময়ের পরিচয় বিধায় নানান বিষয়ে কথা বললেন একেবারে খোলাখুলি। তবে ক্ষোভ প্রকাশ করেন সরকারি আমলা ও বোম্ব বহনকারী অনলাইন, ইউটিউব, অনুমোদন বিহীন মিডিয়া ব্যক্তিদের কর্মকান্ড নিয়ে। আমলারা অনধিকার চর্চা এবং কথিত মিডিয়া নামধারী ব্যক্তিরা সময় অসময়ে অযথাই প্রচারের নামে ত্যক্ত বিরক্ত করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। এবারের নির্বাচন তাঁর জন্য অষ্টম বার।অষ্টম বার নির্বাচন করে তিনি দুইবার সফলও হয়েছেন। নির্বাচনী বিশাল অভিজ্ঞতার অধিকারী মোঃ শাহ্জাহান সিরাজ স্মৃতিচারন করতে গিয়ে ১৯৯৮ সালের পহেলা জানুয়ারি রোববার এই ইউনিয়নের নির্বাচনের তথ্য তুলে ধরেছেন। ওই দিন সকাল সাড়ে ৮টায় ভোট শুরুর মুহুর্তে বাতাঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিডিআর এর গুলিতে তীরচরের মোহন মেম্বার মারা গেলেও প্রায় শতভাগ ভোট কাস্ট দেখিয়ে মোহাম্মদ আলী মাস্টার চেয়ারম্যান নির্বাচিত হন, যা তিনি সহ অনেকেই মেনে নিতে পারেননি বিধায় দিনটি একটি আপত্তি জনক অধ্যায় বলে অভিহিত করেন বর্তমান চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ্জাহান সিরাজ। সরকারী আমলাদের নিজ কাজের প্রতি যতœশীল হওয়া বাঞ্চনীয় বলে মত প্রকাশ করে তিনি। শাহ্জাহান সিরাজ আরো বলেন, তৃনমুল হলো উন্নয়নের মূলকেন্দ্র বিন্দু যাকে বলা হয় স্থানীয় সরকার। এই ভিতটা মজবুত করতে সৎ ও ন্যায় নীতিতে বলিয়ান সাহসী লোকের কোনো বিকল্প নেই। মোহনপুর জনতা হাইস্কুল,দক্ষিণ পাড়া মাদরাসা, বাতাঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া মাদরাসা কেন্দ্র ঝুঁকি পুর্ন বিধায় কেন্দ্র চারটিতে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি। টেবিল ফ্যান মার্কায় ভোট ও সকলের দোয়া কামনা করে শাহ্জাহান সিরাজ সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ রেখে বলেছেন, একদিন কষ্ট করে সৎ লোক নির্বাচিত করতে পারলে পাঁচটি বছর সেবার পথ সুগম হবে।