
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনের মাঠ সরব হতে থাকে। হঠাৎ গত ০৫ মে রাত সাড়ে ৯ টায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী ঈশ্বর চন্দ্র বর্মন তার ফেসবুক পেইজে থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে নির্বাচন থেকে সাময়িক সরে আসার সিদ্ধান্ত গ্রহন করেন। এরপর গত ০৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করায় আবার পূনরায় নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বুধবার (০৮ মে) দুপুরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী ঈশ্বর চন্দ্র বর্মন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বলেন, গত ০৫ মে রাতে একটি বিশেষ পরিস্থিতিতে পড়ে ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সহকারী রিটানিং কর্মকর্তার সাথে মতবিনিময় শেষে আবার পূনরায় নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করি। আমার সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী ভোটারদের নির্বাচনী প্রচারণা বিধি মেনে প্রচার প্রচারণা পূণরায় আরম্ভ করার জন্য আহাবান জানাচ্ছি। প্রিয় নিয়ামতপুরবাসী আগামী ২১ মে একজন সৎ আদর্শবান ও মূল্যবোধসম্পন্ন প্রার্থীকে আপনার ভোটটি দিবেন। আপনারা সকলেই ভোটকেন্দ্র যাবেন এবং আপনার মূল্যবান ভোটটি অবশ্যই ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি নিয়ামতপুর উপজেলাকে একটি স্মার্ট মডলে উপজেলা হিসাবে আপনাদের উপহার দিবো।