ভারতের চেন্নাই শহরের এক সবজি বাজার থেকে প্রায় ২ হাজার ৬০০ জন নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ডা. রাধাকৃষ্ণন এনডিটিভিকে বলেছেন, ‘কোয়ামবেডুর একটি বাজার থেকে সংক্রমণ ছড়িয়েছে। তামিলনাড়ু রাজ্যে এই বাজারকেই সংক্রমণের প্রধান কেন্দ্র বলে মনে করা হচ্ছে।’
তিনি জানিয়েছেন, কোয়ামবেডুর সব কর্মীকে পরীক্ষা করা হচ্ছে। সব মিলিয়ে করোনার সংক্রমণ খুবই আক্রমণাত্মক চেহারা ধারণ করেছে। এরই মধ্যে ২ লাখ ৬০ হাজার মানুষের পরীক্ষা করা হয়েছে।’
বাজারটিতে হাজার হাজার মানুষের ভিড় জমে। করোনাভাইরাস ঠেকাতে অন্য এলাকার মতো এ বাজারেও সতর্কতা জারি ছিল। কিন্তু সেসব উপেক্ষা করেই চলছে বাজার। ফলে বাজারের আশপাশের সব লোকজনের ভাইরাস পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, তামিলনাড়ু ভারতের সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যের তালিকায় তিন নম্বরে রয়েছে। এখন পর্যন্ত সেখানে ৯ হাজার ২২৭ জন করোনা পজিটিভ। মৃত ৬৪।
ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন দুই হাজার ৫৪৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৫৫৩ জন।