sliderশিরোনামস্থানীয়

চেক জালিয়াতির মামলায় বেরোবির সহকারী পরিচালকের ছয় মাসের কারাদন্ড

রংপুর প্রতিনিধি : রংপুরে চেক জালিয়াতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রিয়াজুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও সাত লাখ টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এস এম আহসানুল হক এ রায় দেন।
আদাতল সূত্রে জানা গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম ২০১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ধার নিয়ে একটি চেক প্রদাণ করেন। চেকের দেয়া তারিখ অনুযায়ী ব্যাংকে মিঠু টাকা তুলতে গেলে চেকটি ব্যাংক থেকে ডিজনার হয়। একারণে তিনি আদালতে একটি চেক জালিয়াতির মামলা করেন। আদালত সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে ওই রায় দেয়। আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান ।
এদিকে মামলার বিষয়টি গোপন রেখে চাকরিতে বহাল ও পদোন্নতির বিষয়টি খতিয়ে দেখে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান জানান- আমি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানিয়েছি। আদালতের রায়ের কাগজ হাতে পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী।

Related Articles

Leave a Reply

Back to top button