
চীন থেকে দেশে ফিরে শরীরে করোনা ভাইরাস সংক্রমণ আছে কি না, নিশ্চিত হতে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রামের দুই শিক্ষার্থী। গত শুক্রবার দেশে ফেরার পর বুধবার (২৯ জানুয়ারি) রাতে হাসপাতালে ভর্তি হন তারা।
ওই দুই শিক্ষার্থীর এক জন চট্টগ্রামের হাটহাজারী ও অন্যজন রাউজান উপজেলার বাসিন্দা। বর্তমানে তারা সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চিকিৎসাধীন।
এসব তথ্য নিশ্চিত করে বিআইটিআইডি’র পরিচালক প্রফেসর ডা. আবুল হাসান চৌধুরী বলেন, ফ্লু’র মতো লক্ষণ নিয়ে দুই শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন।
চীন থেকে ফেরার পর তারা ইন্সটিটিউট অব এপিডেমোলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)-এ যোগাযোগ করেন। আইইডিসিআর তাদেরকে বিআইটিআইডি-তে যাওয়ার পরামর্শ দেন।
বিআইটিআইডি পরিচালক বলেন, আমরা ওই দুই শিক্ষার্থীর শরীর থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, দুই শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের মাথা-ব্যথা সর্দি ছিল। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন।
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে।