আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনে এক রিসিপশনিস্ট পদের জন্য দশ হাজার প্রার্থী

অতিথিদের আমন্ত্রণ জানানো বা তাদের চা খাওয়ানো বা আপ্যায়নের ব্যবস্থা করা – এ ধরনের কাজগুলো কারও স্বপ্নের কাজ নাও হতে পারে।
কিন্তু যে পদে থাকলে এরকম কাজ করতে হয় সেই ‘রিসিপশনিস্ট’ পদের জন্য চীনে আবেদন করেছেন প্রায় ১০ হাজার ব্যক্তি। তাও মাত্র একটি পদের জন্য এতজন আবেদন করেছেন।
সম্প্রতি চীনে সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে ‘চীন ডেমোক্রেট লিগ’ এর ‘পাবলিক রিসিপশন স্টাফ’ পদে সর্বোচ্চ ৯ হাজার ৮৩৭টি আবেদন পত্র জমা হয়েছে।
‘চীন ডেমোক্রেট লিগ’ নামের এই দলটি দেশটির সংখ্যালঘু রাজনৈতিক দল। আর এই দলটির ক্ষমতাও খুব বেশি নয়। এমনকি দেশটির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও খুব কমই এই দলটির উপস্থিতি দেখা যায়।
তাহলে কেন এত মানুষ দলটির এই রিসিপশনিস্ট পদের জন্য আবেদন করলো?
চীনে প্রতি বছর দুর্নীতি দমনবিরোধী অভিযানের কারণে দেশটির সরকার বিভিন্ন চাকরীতে অনেক বেশি যোগ্যতা ও অভিজ্ঞতা চাইছে।
দেশটির সিভিল সার্ভিস বিভাগের কর্মকর্তা লি ঝং পিপল’স ডেইলিকে জানান, “চাকরির অনেক পদ রয়েছে যেগুলো অনেকের কাছে পছন্দের হলেও খুব বেশি যোগ্যতা চাওয়ার কারণে তাতে অনেকেই আবেদনই করতে পারছে না। সেই তুলনায় যে পদগুলোতে কম যোগ্যতা চাওয়া হয়েছে, সেখানেই বেশি আবেদন করছেন চাকরি প্রার্থীরা”।
চীনের এই রাজনৈতিক দলটি যে চাকরির যে বিজ্ঞপ্তি দিয়েছে সে অনুযায়ী, শুধুমাত্র একটি ব্যাচেলর ডিগ্রি থাকলে এবং প্রান্তিক পর্যায়ে দুই বছরের অভিজ্ঞতা থাকলে যে কেউই এই পদে আবেদন করতে পারবে
বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button