sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনকে ক্ষেপিয়ে তাইওয়ান উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ

চীনের সাথে উত্তেজনাপূর্ণ সময়ে চীনের দোরগোড়া তাইওয়ান উপকূলে নোঙ্গর করেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। বাণিজ্যযুদ্ধের মাঝে করোনাভাইরাস প্রসঙ্গে দুদেশের মধ্যে উত্তেজনার পর এ ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছে চীন।
বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ইউএসএস রাসেল নামে আরলেঘ বার্ক-ক্লাস ডেস্ট্রয়ারটি।
তাইওয়ানের স্বায়ত্তশাসন থাকলেও অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে চীন। শহরটিতে ক্রমবর্ধমান অস্ত্র সহায়তা ও চীন-তাইওয়ানকে বিভক্তকারী সামুদ্রিক প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-টহল নিয়ে চরম ক্ষুব্ধ বেইজিং। এর মধ্যেই যুদ্ধজাহাজ পাঠিয়ে সেই উত্তেজনা আরো বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন।
শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে।
এটিকে ‘সাধারণ মহড়া’ দাবি করলেও এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হয়নি তারা।
এদিকে, যুক্তরাষ্ট্রের টহল বৃদ্ধির প্রেক্ষিতে তাইওয়ান এলাকায় নৌ-বিমান উভয় টহলই জোরদার করেছে চীন।
মার্কিন যুদ্ধজাহাজের এ অঞ্চলে উপস্থিতি এ সময়ে ঘটলো যখন তাইওয়ান ও চীনশাসিত হংকংয়ে চীনের রক্তাক্ত তিয়েনমেন ঘটনার ৩১তম বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠান পালন করছিল গণতন্ত্রপন্থীরা।
এদিকে, তাদের স্বাধীনতার কণ্ঠরোধ করা ও তিয়েনমেন স্কয়ারের ঘটনার প্রতিবাদে আয়োজিত মোমবাতি র‌্যালি বাতিলের প্রতিবাদে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে বৃহস্পতিবার পুলিশ পিপার-স্প্রে করেছে।
সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Back to top button