sliderস্থানীয়

চিরিরবন্দর উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

চিরিরবন্দর প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়ছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ মে) রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক হস্তান্তর করেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চেয়ারম্যান পদে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহা (দোয়াত কলম), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক মুকুল (হেলিকপ্টার), চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায় (মোটর সাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার (ঘোড়া) ও চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন (আনারস)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু (প্রজাপতি), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি তরু বালা রায় (কলস), মোছাঃ ওয়াজিদা খাতুন বেবী (ফুটবল) এবং পূর্ণিমা রানী মহন্ত (পদ্মফুল)।
ভাইস চেয়ারম্যান পদে সুমন দাস (বৈদ্যুতিক বাল্ব), মোঃ আব্দুল্লাহ আল মামুন (মাইক), ও মোঃ জামাল উদ্দিন মুহুরী (তালা) প্রতীক পেয়েছেন।

প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীগণ নির্বাচনী এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ এবং ভোটারগণের নিকট নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থণা করছেন।
উল্লেখ যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ ২৯ মে।

Related Articles

Leave a Reply

Back to top button