পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেস-টু প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় উপজেলায় সি আই জি প্রতিনিধিদের অংশগ্রহণে সি আই জি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, এন টি পি-২ প্রকল্পের উপ-পরিচালক মুহাইমিনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলার ১২টি ইউনিয়নের ১২০টি সি আই জি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।