পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দর উপজেলা পরিষদের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ ও আত্মরক্ষার কৌশল হিসেবে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ-১০ম শ্রেণির মেয়েদের ২ দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ সমাপ্ত।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৩ ঘটিকায় চিরিরবন্দর মহিলা বিষয়ক অধিদপ্তর এর বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ জাইকা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সার্বিক সহযোগিতায় চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রুনা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) আয়েশা সিদ্দীকা বলেন, নারী নির্যাতন বন্ধে সরকার কাজ করছেন। কিন্তু নারীরা যেন নিজেই তার প্রয়োজনীয় মুহূর্তে আত্মরক্ষা করতে পারে, তাই তাদের মনোবল বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রান্তিক গ্রামাঞ্চলের কিশোরী ও তরুণীদের জন্য এই কারাতে প্রশিক্ষণ এটা সৌভাগ্যের বিষয়। সাধারণত শহরের তুলনায় গ্রামাঞ্চলের মেয়েরা বেশি নির্যাতনের শিকার হয়। তাই নারীদের নিজের আত্মরক্ষায় এই কারাতে প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। কারাতের বিভিন্ন কৌশল নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে।
কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নাসজিদা শান্তা জানান, নিজের সুরক্ষার কথা চিন্তা করেই এখানে আসা। এখানে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী মনে করছি। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কিশোরী অংশগ্রহণ করেন।