
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে বিষাক্ত সাপের কামড়ে সাথী রায় ধলি (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত রবিবার (১৭ জুলাই) সন্ধায় উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের দল্লা (বদর মোল্লা) পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের দল্লা বদর মোল্লা পাড়ার সরেন চন্দ্র রায়ের মেয়ে সাথী রায় ধলি (১৩)। সে সন্ধ্যার সময় পোষা হাঁস পার্শ্ববর্তি পুকুর থেকে নিয়ে আসার জন্য পুকুর পাড়ে গেলে একটি বিষধর সাপ ঠোঁকর মেরে পালিয়ে যায়।
এসময় তার চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার পরিবারের লোকজন স্থানীয় ওঝা এনে ঝাঁড়ফুক করে।
অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।