sliderস্থানীয়

চিরিরবন্দরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চিরিরবন্দর প্রতিনিধি: মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ ও বর্তমান দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ও সর্ব সাধারণের জান-মাল রক্ষায় উপজেলার আইন-শঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেত্রীবৃন্দের অংশগ্রহণে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর-খানসামা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মো: আখতারুজ্জামান মিয়া।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরিফুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর সহকারী কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার আমীর ও চিরিরবন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবতাব উদ্দীন মোল্লা, চিরিরবন্দর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দুলু, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু হাসনাত খান, জাতীয় পার্টির উপজেলা সমন্বয়ক মো. সেকেন্দার আলী শাহ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ ইউনিয়ন ও ওয়ার্ডের সুশিল সমাজের নেত্রীবৃন্দ ইউপি সদস্যবৃন্দ উপস্থি ছিলেন।।

Related Articles

Leave a Reply

Back to top button