
পতাকা ডেস্ক : দীর্ঘ সাড়ে সাত মাস ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
এ তথ্য নিশ্চিত করে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান জানান, রওশন এরশাদকে সম্বর্ধনা জানাতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
তিনি আরো জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে রওয়ানা করেছেন। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারো থাইল্যান্ড চলে যাবেন।
উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেয়া হয়। সেখানে তার সাথে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।