
মানিকগঞ্জ দক্ষিণ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের পরিবেশ সংগঠন “হরিরামপুর শ্যামল নিসর্গ ” এর উদ্যোগে চায়না জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে জনমত গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আলোচনা সভা শেষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে জেলা সদরের বেউথা এলাকায় আলোচনা সভা ও নদীতে দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহির সঞ্চালনায় আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এড. দীপক কুমার ঘোষ, খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু মো. নাহিদ, মানিকগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শ্যামল নিসর্গ সভাপতি ওয়াহিদুর রহমান, সহ সভাপতি গৌতম সাহা, সাধারণ সম্পাদক প্রণব পাল, সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক সুজন রুহুল, বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে সংগঠনের উদ্যোগে কালীগঙ্গা নদীতে দেশীয় ৬ প্রজাতীর ৩০ হাজার পোনামাছ অবমুক্ত করা হয়।
সমাবেশের বক্তারা চায়না জালকে দেশীয় প্রজাতীর মৎস্য সম্পদের ভয়ংকর শত্রু হিসেবে অভিহিত করে বলেন, এই জালের ব্যবহার দ্রুততার সাথে বন্ধ করতে না পারলে দেশীয় প্রজাতীর সবধরণের মাছের বিলুপ্তি কোনভাবেই ঠেকানো যাবে না।
সমাবেশ থেকে চায়না জাল নিষিদ্ধ ও এর ব্যবহার বন্ধের বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সচেতনতা কামনা হয়।