
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সোবহান খলিফা(৬০) নামের এক অটোচালককে হত্যাকওে অটোরিকশা ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র।
শনিবার(১৮ ডিসেম্বর) সকালে উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর নামক স্থান থেকে অটোরিকশা চালক সোবহান খলিফার লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। নিহত সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে তিনি অটো নিয়ে রাস্তায় বের হয়ে রাতে আর ফিরে আসেন নি। তাকে হত্যাকরে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায় । তার অটো অটোরিক্সাটি পাওয়া যায়নি।
নিহত সোবাহানের ছেলে আল মামুন বলেন, বাবাকে পরিকল্পিতভাবে হত্যা কওে তার ব্যাটারীচালিত অটোরিক্সাটি নিয়ে গেছে কে বা কারা। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মামুন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতাউর রহমান জানান শ্রীরামপুর এলাকার ঝালকাঠি-বরিশাল সড়কের পাশ থেকে সোবাহানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদরহাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিষটি তদন্ত করছে। ঘটনাটি কিভাবে সংঘটিত হলো তদন্তের পরে তা বলা যাবে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।