
মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “বিলুপ্ত ঝুঁকিতে মৎস্য ও জলজপ্রাণ রক্ষায় এগিয়ে আসি”
আজ মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে সকালে সবুজ সংহতি ও বারসিক এর আয়োজনে বিলুপ্তির ঝুঁকিতে থাকা মিঠা পানির মাছ ও প্রাণ-প্রকৃতি বিদেশি চায়না দুয়ারি জাল উৎপাদন বিপণন ও ব্যাবহার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা সবুজ সংহতির যুগ্ম আহবায়ক মো. করম আলী মাস্টার এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন মো. নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন কৃষক নেতা মো. ইব্রাহিম মিয়া, মো. হোসেন আলী মাস্টার, ডা. রহিজ উদ্দিন। ইয়ুথ গ্রীণ ক্লাবের সাধারণ সম্পাদক গাজী নাইফুর রহমান শাওন, যুব সংগঠক প্রমীত রাজবংশী,শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন আমাদের জেলার নদীতে খালে বিলে এমনিতেই পানি নাই। তারপর আবার রাক্ষসী জাল চায়না দুয়ারি জালের হানায় প্রাণ প্রকৃতি সবাই ধ্বংস হচ্ছে। এগুলো বন্ধ করতে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানাই।




