
চলনবিলের যাতায়াতের একটি প্রধান বাহন সাইকেল। বিশেষ করে শুকনো মৌসুমে সাইকেলের ব্যবহার বেড়ে যায় চোখে পড়ার মতো। আর এর চাহিদাও অনেক। তাই ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য এই অঞ্চলের এখানে ওখানে গড়ে উঠেছে সাইকেল-ভ্যানের হাট।
এরকম একটি হাটের দেখা পাওয়া গেল পাবনার চাটমোহরে।
পৌরসভার বালুচর নামের এক জায়গায় এই হাটের ইজারাদার মো. রজব আলী। তিনি জানালেন, সপ্তাহে একদিন এই হাট বসে। চাটমোহর পৌরসভা এবং তার আশেপাশের মানুষজন আসেন এই হাটে সাইকেল বিকিকিনির জন্য।
মো. ইমরান হোসেন তার সাইকেলটি বিক্রি করতে চান। দাম চাইছেন ৬০০০ টাকা। বছর খানেক আগে এটি তিনি কিনেছিলেন ১০ হাজার টাকায়।
তার টাকা প্রয়োজন কারণ চাকরি নিয়ে তিনি ওমান চলে যাচ্ছেন।

এই সাইকেল হাটে প্রতি সপ্তাহে গড়পড়তা ৩০/৪০টি সাইকেল বিক্রি হয়। পাশাপাশি বিক্রি হয় রিকশা ভ্যান।
আর এর জন্য টোল দিতে হয় ইজারাদারকে।
“প্রতিটি সাইকেলের জন্য বিক্রেতাকে দিতে হয় ৮০ টাকা আর ক্রেতাকে দিতে হয় ৪০ টাকা,” জানালেন রজব আলী।

মি. আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, যেখানে সাইকেলের চাহিদা বেশি সেখানে সাইকেল চুরির ঘটনাও বেশি থাকে।
এই হাটে যে চোরাই সাইকেল বিক্রি হয় না, তার নিশ্চয়তা কোথায়?
তিনি জানালেন, ক্রেতা-বিক্রেতাদের তথ্য থাকে তার কাছে।
যার সাইকেল চুরি যায় তিনিও এসে এই হাটে প্রতি সপ্তাহেই খোঁজ খবর করেন।
মাসুদ হাসান খান, বিবিসি বাংলা,